
ইসাদ পূর্নমিলনী "হেমন্ত সন্ধ্যা ১৪৩২"
এক্স-শাহীনস্ অ্যাসোসিয়েশন ঢাকা আনন্দের সাথে জানাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর ২০২৫ ইং রোজ : (শনিবার) সন্ধ্যা ৬ টায়
শাহীন হল, বি এ এফ শাহীন কলেজ ঢাকা, ক্যান্টনমেন্ট ঢাকা- ১২০৬ তে একটি পূর্নমিলনী অনুষ্ঠান (হেমন্ত সন্ধ্যা ১৪৩২) এর
আয়োজনের উদ্যোগ নিয়েছে।
উক্ত অনুষ্ঠানে এক্স-শাহীনস্ অ্যাসোসিয়েশন ঢাকা এর সদস্যবৃন্দ আগামী ০৭/১০/২০২৫ ইং তারিখ হইতে ২২/১০/২০২৫ ইং তারিখ
পর্যন্ত ইসাদ অফিস অথবা ইসাদ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবে।
রেজিস্ট্রেশন লিংক
অনুষ্ঠানে যোগদানের নিবন্ধনের পদ্ধতি সমূহঃ
১. ইসাদ অফিসঃ প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হইতে সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর্যন্ত নিবন্ধন চলবে।
২. অনলাইনঃওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে এখানে
৩. ইসাদ মার্চেন্ট বিকাশ (০১৭০৭৪২৪৩৩৬) এর মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করা যাবে।
ইসাদ সদস্য ও পরিবারের সদস্যবৃন্দর নিবন্ধন ফি ৫০০ টাকা (প্রতি জন) ।
ড্রাইভারের ডিনার বক্স ২৫০ টাকা (প্রতি জন)।